2016 @ Fapor-Buzz. Powered by Blogger.

Paling Dilihat

Thursday, April 21, 2016

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ ফোরাম পোস্টিং গাইডলাইন

by Unknown  |  at  11:15:00 AM

ফোরাম কিঃ

ফোরাম একটি কমিউনিটি ওয়েবসাইট। যেখানে মানুষ তার সমস্যার প্রশ্ন করে এবং সমাধান দেয়। বিভিন্ন ধরনের ফোরাম ভিন্ন ভিন্ন বিষয়বস্তু নিয়ে গড়ে উঠে। মানুষের ওই ভিন্ন ভিন্ন ফোরামে তার চাহিদা অনুযায়ী প্রশ্ন এবং তাদের নিজেদের জ্ঞান সবার মাঝে শেয়ার করে।

ফোরাম পোস্টিং কিঃ

ফোরাম মেম্বার তার তার নিজের মতামত প্রকাশ করে এবং অন্য মেম্বারদের সাথে সেটা নিয়ে আলোচনা করে। এটি সাধারন নির্ভর করে ফোরামের নীতিমালা এর উপর। মেম্বার চাইলে তার ব্যাক্তিগত বিবরন লুকিয়ে রাখতে পারে অথবা রেজিস্ট্রেশন করার মাধ্যমে তার “থ্রেড” প্রস্তুত করে এবং অন্যদের থ্রেডে কমেন্ট করে সেখানে অংশগ্রহন করতে পারে। সাধারনত অন্যদের থ্রেড দেখার জন্য রেজিস্ট্রেশন এর প্রয়োজন হয় না।
SEO
বিস্তারিত জানতে ক্লিক করুন
এখান থেকে সাধারনত আপনি আপনার কোম্পানি বা আপনার ক্লায়েন্ট এর ওয়েবসাইট এর মার্কেটিং করতে পারেন। যেটাকে বলা হয় “সিগনেচার”। এর মাধ্যমে আপনি মার্কেটিং ওয়েবসাইট এর লিঙ্ক দিতে পারেন। এটা নির্ভর করে ফোরাম নিতিমালর উপর ভিত্তি করে। অনেক সময় দেখা যায় এটা ফোরাম মালিকের উপর নির্ভর করে আপনার সিগনেচার টি এপ্রুভ হওয়ার জন্য। কারন এটা আদৌ অন্য মেম্বারদের উপকারে আসবে কি না, সেটা বিবেচনা করে এটি করা হয়।

ফোরাম পোস্টিং এর গুরুত্বঃ

একটি ফোরাম সাধারনত আপনার ওয়েবসাইট বা বিজনেসকে অনেক বেশি সাহায্য করতে পারে বিভিন্ন দিক থেকে। তবে সবথেকে বেশি পাওয়ারফুল ওয়ে হচ্ছে এটি আপনাকে হাইকোয়ালিটি অনওয়ে লিঙ্ক প্রোভাইড করে থাকে। যা কিনা আপনার সাইট এর হাইকোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করতে সাহায্য করে। যদি আপনার বিষয়বস্তুর সাথে ফোরামের সম্পৃক্ততা থাকে সেক্ষেত্রে দেখা যায় আরও অনেক বেশি রিলেটেড ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন।
আর এটি সাধারনত সিগনেচার নামক অপশন দ্বারা হয়, তাই সার্চ ইঞ্জিনের কাছে এটি একটি পাওয়ারফুল টপ কোয়ালিটি ব্যাকলিঙ্ক হিসেবে গণ্য হয়। এটি আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য অনেক বেশি ইপ্রুভ করে থাকে। এবং টার্গেটেড পিপল আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। খুব কম কথায় যদি এর গুরুত্ব প্রকাশ করি, তবে বলব ৪ টা কারনে আপনি ফোরাম পোস্টিং আপনার এসইও এর কাজে ব্যবহার করবেন।
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ।
  • জেভি পার্টনার (JV=Joint Venture) জন্য।
  • রিলেটেড ট্রাফিক জেনারেট করার জন্য।
  • তথ্য পাওয়ার জন্য বা শেয়ার করার জন্য।

ফোরাম পোস্টিং স্ট্রাটেজিঃ

এস ই ও র কিছু অখণ্ডনীয় যুক্তি copy
একটা ফোরামে পোস্ট করা সহজ এবং স্টেটফরোয়ার্ড চিন্তা করলে ভুল হবে। আপনি কিছু ফান্ডামেন্টাল স্ট্রাটেজি মেনে কাজ করতে হবে। অন্যথায় আপনার, ফোরাম থেকে ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।  ফোরাম এডমিনগন কিছু নীতিমালা নির্ধারণ করে থাকেন । আপনাকে সেই নীতিমালা মেনে প্রাইমারি লেবেলে চিন্তা করতে হবে “হাইকোয়ালিটি” জ্ঞান শেয়ার করতে হবে। এতে করে আপনি হাই কোয়ালিটি অনওয়ে লিঙ্ক রিটার্ন পাবেন।

ফোরাম বাছাইঃ

ফোরামের সাথে কাজ করতে হলে মনে রাখতে হবে সর্ব প্রথম আপনার বিষয়বস্তুর উপর ভিত্তি করে ফোরাম বাছাই করতে হবে। তাহলে সেই ফোরামে আপনি সিগনেচার দেওয়ার অনুমতি পাওয়ার সম্ভাবনা ৯৯% থাকে।  রিলেটেড ফোরাম খোজার জন্য সার্চ  কোয়ারি ব্যবহার করতে পারেন। খুজে বের করার পর পরই আপনার কাজ হবে ফোরামটি এসইও ফ্রেন্ডলি কিনা ? নো- ফলো কি না ? পেজ র‍্যাঙ্ক ২ এর নিচে কি না ? প্রত্যেকটি বিষয় চেক করার পর আপনি সেই ফোরামকে আপনার কাজের জন্য বিবেচনা তে আনবেন। আমি নিচে কিছু বিষয় পয়েন্টআউট করে দিলাম একবারে বোঝার সুবিধার্তে।
  • ফোরাম অবশ্যই সার্চ ইঞ্জিন ক্যাশ হতে হবে।
  • আপনি যেন এংকর টেক্সট/ ইউআরএল ফ্যাক্টর ইফেক্টিভলি কন্ট্রোল করতে পারেন।
  • ফোরাম যেন ডু-ফলো হয়।
  • পেজ র‍্যাঙ্ক ২ এর উপর, নিচে যেন না হয়।
  • ফোরাম অবশ্যই গুড রেপুটেটেড হয়।
  • ফোরামে অবশ্যই ১০০০+ মেম্বার রেজিস্ট্রেশন থাকে।
  • প্রোফাইল মেটা ট্যাগ যেন নো – ইনডেক্স না হয়।
বিঃদ্রঃ ফোরাম পোস্টিং এবং সিগনেচার নিয়ে স্ক্রিশর্টসহ একটি লেখা ২০১২ তে দিয়েছিলাম টেকটিউনসে। যেটা ভাগ ভাগ করে দেওয়া ছিল। পরবর্তীতে প্রযুক্তি আলো নামে একটি ব্লগে সেটা একত্র করে পাবলিশ করে। এটা একদম নতুন যারা তারা দেখে নিতে পারেন। আর যারা কিছুটা বোঝেন তাদের দেখার দেখার প্রয়োজন নেই। লেখাটির লিঙ্ক এখানে।

প্রোফাইল তথ্যঃ

ফোরাম সিলেক্ট করার পর পরবর্তী ধাপ রেজিস্ট্রেশন করার। এটা খুবই গুরুত্বপূর্ণ ।  আপনার প্রোফাইলে সম্পূর্ণ তথ্য দিন। অবশ্যই সঠিক নাম ব্যবহার করবেন। কখনও যেন প্রোমশন এর জন্য কোন প্রোমশন নাম দিবেন না। তাহলে আপনাকে স্প্যামার হিসেবে গণ্য করবে।  আপনি আপনার ওয়েবসাইট এর ইউআরএল এবং সোশ্যাল দেওয়ার জন্য অপশন পাবেন, সেখানে তথ্যগুলো দিন।

 পোস্ট মন্তব্যঃ

ফোরামে মন্তব্যর সময় অবশ্যই মাথায় রাখতে হবে, আদৌ কি এটি সম্পর্কে আপনার জ্ঞান আছে ? যদি থাকে তবে  থ্রেড বা পোস্টের সাথে সম্পৃক্ত  আপনি যে কমেন্টটি করতে যাচ্ছেন সেটা যেন কোয়ালিটি সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখা উচিৎ। এতে করে আপনার প্রোফাইলের প্রতি মানুষের নজর আসবে, এতে করে একদিকে আপনার যেমন ব্যাক্তিগত প্রোমশন যেমন হবে তেমনি আপনার ওয়েবসাইট এর প্রোমোশনও শক্তিশালী হবে।  একই সাথে মাথায় রাখতে হবে অবশ্যই লেটেস্ট ট্রেন্ডস নিয়ে কথা বলবেন।

সরাসরি প্রমোশনঃ

কমেন্ট বা পোস্টের ভিতর কোনভাবে সরাসরি প্রমোশনমূলক ভাষা অর্থাৎ প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কথা বলবেন না। যদি অন্য কোন মেম্বার আপনার রিলেটেড সার্ভিস চাই, সেক্ষেত্রে  আপনি শেয়ার করবেন। অন্যথায় ফোরাম থেকে আপনাকে কোন ধরনের নোটিশ ছাড়া ব্যান করবে। সাধারত এটি হয়ে থাকে। যদিও অনেক ফোরাম আছে উম্মুক্ত। যেহেতু আপনি কমেন্ট করছেন তখন আপনার কমেন্ট এর নিচে সিগনেচার লিঙ্ক শো করবে। সুতরাং সরাসরি রেফার করার কোন প্রয়োজন নেই। চেষ্টা করবেন প্রোপার উত্তর দেওয়ার জন্য বা পোস্ট পোস্ট দেওয়ার।

সিগনেচার লিঙ্কঃ

বেশিরভাগ ফোরামে সিগনেচার অপশন রাখে। যেখানে একজন মেম্বার তার ওয়েবসাইট লিঙ্ক বা ক্লায়েন্ট ওয়েবসাইট এর লিঙ্ক দিতে পারে। তবে লিঙ্ক দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন, অবশ্যই যেন ফোরাম এর সাথে লিঙ্কটি সম্পৃক্ত হয়। এতে এসইও বেনিফিট তো পাবেনই একই সাথে ট্রাফিক এর ব্যাপারে তো কথা বলার প্রয়োজন হয় না। তবে এটাও মাথায় রাখবেন, যেন অতিরিক্ত না হয়। অনেক সময় দেখা যায় ফোরামগুলোতে নিতিমালার ভিতর দিয়েই দেয় যে, আপনি কতগুলো লিঙ্ক আপনার সিগনেচারে রাখতে পারবেন। তবে বেশিরভার ফোরামে লক্ষ্য করলে দেখা যায় যে, ফোরামে কিছু পোস্ট করার পর সিগনেচার লিঙ্ক দিতে দেয়।  তার পেছনে যুক্তি হচ্ছে তারা আপনাকে স্পেসিফিক অনওয়ে ব্যাকলিঙ্ক দিতে সাহায্য করে। ফোরামগুলোতে আপনার ভিন্ন ভিন্ন কমেন্ট এবং ভিন্ন ভিন্ন থ্রেডের জন্য স্পেসিফিক পাওয়ারফুল অনওয়ে লিঙ্ক প্রোভাইড করে।

পোস্টিং কনটেন্টঃ

ফোরামে পোস্ট করার সময় অবশ্যই মাথায় রাখবেন যেন কনটেন্ট কোনভাবে ডুপ্লিকেট না হয়। সেক্ষেত্রে আপনি সার্চ এর মাধ্যমে দেখে নিতে পারেন। অন্যথায় আপনাকে ফোরাম থেকে পার্মানেন্ট ব্যান অথবা ফোরামে নীতিমালার উপর ভিত্তি করে যেকোনো ধরনের হুশিয়ারি দিতে পারে। সর্বদা ফোরাম যে ধরনের ভাষা  সবাই ব্যবহার করে সেই ভাষা ব্যবহার করুন। অন্যথায় আপনার থ্রেড ফোরাম থেকে মুছে ফেলে দিবে।

ফোরাম পোস্টিং টিপস এবং ট্রিকসঃ

উপরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা  করেছি। আশা করছি উপরের লেখাগুলো পড়ে আপনি একটা সঠিকগাইডলাইন পাবেন। তারপরও আমি নিচে কিছু পয়েন্ট করে কিছু টিপস উল্লেখ করে দিচ্ছি। প্রত্যেকটি বিষয় মাথাতে রেখে কাজ করবেন। আশা করি ফোরাম মার্কেটিং আপনার আরও অনেক ভালো হবে।
  • সম্পৃক্ত বিষয়বস্তু এর উপর ভিত্তি করে ফোরাম খুজে বের করুন।
  • রেজিস্ট্রেশন করার পূর্বে পরিষ্কারভাবে প্রত্যেকটি ফোরামের নীতিমালা মনোযোগ সহকারে পড়ুন।
  • ফোরামে কি বিষয় নিয়ে আলোচনা চলছে সেটা বোঝার চেষ্টা করুন।
  • পোস্ট করার সময় আকর্ষণীয় টাইটেল ব্যবহার করুন।
  • বড় কোন ধরনের আলোচনা নিয়ে পোস্ট না করার চেষ্টা করুন।
  • প্রতিদিন ১-২ টা পোস্ট করার চেষ্টা করুন । একই সাথে ভিন্ন ভিন্ন টপিকস এর উপর কমেন্ট করুন।
  • প্রাথমিক দিকে পোস্টের ভিতর লিঙ্ক দেওয়া থেকে বিরত থাকুন। অন্যথায় ফোরাম থেকে ব্যান করে দেওয়ার সম্ভাবনা আছে।
  • ফোরাম পরিচালনা পরিষদ সর্বদা চাই একজন একটিভ মেম্বার। তারা কোন লিঙ্ক শেয়ারকারী ব্যাক্তিকে চাই না। তাই একটিভ থাকার চেষ্টা করুন ।
  • ৩-৪ মাস কাজ করার পর ফোরামে আপনি একজন পুরনো মেম্বার হিসেবে গণ্য হবে। যদি আপনি একটিভ থাকেন ফোরামে। তখন পোস্টে লিঙ্ক দিন। সেটা কনসিডার করে নিবে।
  • সিগনেচার দেওয়ার যায়গাটা সাধারণত প্রোফাইলে একটি অপশনের ভিতর থাকে। অনেক ফোরাম প্রথমেই সিগনেচার লিঙ্ক দিতে দেয়। সুতরাং সেটা চেক করে নিবেন।
  • আপনি যেকোনো সময় যেকোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনার সিগনেচার অপশনে।
আজকের আলোচনা আপাতত এই পর্যন্ত। সামনে এডভান্সে ফোরাম নেটঅয়ার্ক  নিয়ে আরও একটি আলোচনা থাকবে। মনে রাখবেন ফোরাম পোস্টিং একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যেখান থেকে অনওয়ে পাওয়ারফুল লিঙ্ক পেতে আপনাকে সাহায্য করবে। যা সার্চ ইঞ্জিন রেজাল্টে উপরে উঠে আসতে সাহায্য করবে । সবার এসইও লারনিং সেশন আরও ভালো হোক এই কামনা রেখে আজকের মত এখানে শেষ। সামনে অন্য একটি লেখাতে আবার কথা হবে।
কোথাও বুঝতে সমস্যা হলে  কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আশা করি। ভালো লাগলে সবার মাঝে লেখাটি শেয়ার করবেন। ভালো থাকবেন এইকামনা। আল্লাহ হাফেজ।

0 comments:

Proudly Powered by Blogger.