2016 @ Fapor-Buzz. Powered by Blogger.

Paling Dilihat

Friday, April 22, 2016

টিশার্ট ডিজাইন শিখে শুরু করুন অনলাই ইনকাম (স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটরিয়াল)

by Unknown  |  at  4:00:00 AM

টি-শার্ট ডিজাইন ও অনলাইন আউটসোর্সিং

মাত্র ১৪ দিনের মধ্যেই হয়ে যান প্রফেশনাল টি-শার্ট ডিজাইনার
অনলাইনে ইনকাম এখন আর কঠিন কিছু নয়। নিয়মিত পরিশ্রম এবং নির্দিষ্ট কোন বিষয়ের উপর ভাল দক্ষতা অর্জন করলেই আপনি ঘরে বসে আয় করতে পারেন বৈদেশিক মূদ্রা।
সভাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। আমি জাহাঙ্গীর সরকার, গ্রাফিক্স ডিজােইনার হিসেবে অনলাইনে কাজ করছি। নতুনদের কথা মাথায় রেখে AFO এর উদ্দোগ্যে শুরু করেছি ১৪ দিনের একটি অনলাইন কোর্স। এ কোর্সে অংশগ্রহন করে নিয়মিত ক্লাস গুলো করলে মাত্র ১৪ দিনের মধ্যেই অনলাইনে আয় করার দক্ষ্যতা অর্জন করবেন। আমি টিশার্ট ডিজাইনের কথা বলছি, টি-শার্ট ডিজাইন, বিষয়টি এই মূহুর্তে আপনার কাছে অনেক কঠিন মনে হলেও আগামী ১৪ দিন আমার টিউটরিয়াল গুলো দেখতে থাকুন, আপনার অজান্তেই আপনি একজন প্রফেশনাল মানের টিশার্ট ডিজাইনার হয়ে যাবেন এবং নিশ্চিত ভাবেই অনলাইন থেকে আয় করতে পারবেন। ভয় পাবেন না এই কোর্স টি করতে কোন ফি লাগবে না সম্পূর্ন  ফ্রি এবং প্রত্যেকটি ক্লাস আপনি ঘরে বসে অনলাইনেই করতে পারেন। ইতি েমধ্যেই ৬ টি ক্লাস হয়ে গিয়েছে। যারা পূর্বের ক্লাস গুলো মিস করেছেন নিচের ভিডিও গুলো তাদের জন্য।
পরবর্তি লাইভ ক্লাস গুলোতে অংশ গ্রহন করতে স্কাইপি (afo.training) তে অ্যাড হয়ে যান।
কোর্স সম্পর্কে আরো বিস্থারিত জানতে ভিজিট করুন : http://freelancerscommunity.org/
সবাই ভাল থাকবেন! কোন পরামর্শ  কিংবা জিজ্ঞাসা থাকলে টিউমেন্ট এ যানাতে ভূলবেন না। আর গ্রুব ডিসকাসে অংশ গ্রহন করতে আমাদের ফেস বুক গ্রুপে জয়েন করতে পারেন। https://www.facebook.com/groups/freelancerscommunity

0 comments:

Proudly Powered by Blogger.