2016 @ Fapor-Buzz. Powered by Blogger.

Paling Dilihat

Saturday, April 23, 2016

সোশাল সাইট থেকে আয় করার কথা ভাবছেন। তাহলে এই টিউন টি আপনার জন্য।

by Unknown  |  at  12:38:00 AM

আচ্ছালামুআলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকের টিউন টা আমি করেছি যারা সোশাল মিডিয়া থেকে আয় করতে চান তাদের জন্য। যারা আমার গত টিউন টা দেখেছেন তাদের জন্য এই টিউন টা খুবই উপকারে আসবে আর যারা দেখেন নি তারা দেখে আসুন গত টিউন টি এখান থেকে
এখন আপনার যারা গত টিউন টি দেখে একাউন্ট খুলে পয়েন্ট সংগ্রহ করে ফেসবুকের লাইক, ফলোয়ার আর ইউটিউবের সাবস্ক্রাইবার নিয়েছেন। তাদের কে জানাই অভিনন্দন। আর যারা এখনও পয়েন্ট সংগ্রহ করতে পারিন নাই তাদের জন্য এই টিউন টি উপকারে আসবে।
একটু দেখে নিন সোশাল মিডিয়া থেকে কিভাবে আয় করবেন।
ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে এবং সেখানে বিভিন্ন কোম্পানির এড বসানো আছে কিন্তু সাইটে ভিজিটর না থাকার কারনে এড এ ক্লিক পড়ছেনা যার কারনে আয় করতে পারছেন না। এবার আপনি একটা ফেসবুক পেজ খুললেন আপনার ওয়েবসাইটের নাম দিয়ে সেখানে এই টিউনের টিউটোরিয়াল অনুযায়ী লাইক বাড়ালেন। এবার পেজে সাইটের টিউনের লিংক শেয়ার করলেন এবার আপনার পেজে যারা লাইক দিছে তারা আপনার টিউন টা দেখে আপনার সাইটে চলে যাবে গিয়ে টিউন দেখার সাথে সাথে ১০০০ জন ভিজিটর থেকে ২৫০ জন এড ক্লিক করলো। বুঝতেই পারছেন প্রতিটি টিউনের জন্য কত পাচ্ছেন তাহলে বাদ বাকি টিউনের জন্য কত পাবেন। ঠিক এভাবে আপনি ইউটিউব থেকে আয় করতে পারবেন। সাবস্ক্রাইবার বাড়লে ভিউ বাড়বে আর ভিউ যত বাড়বে বুঝতেই পারছেন আয় ও তত বাড়বে।
তো চলুন আর দেরি না করে উপরের টিউন টির নিয়ম অনুযায়ী একটা একাউন্ট খুলে ফেলুন। তারপর একাউন্টে পয়েন্ট সংগ্রহ করুন। যারা পয়েন্ট সংগ্রহ ও নিজের ফেসবুক পেজে লাইক নিতে পারছেন না। টুইটার প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারছেন না, নিজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে পারছেন না তারা দ্রুত আমার সহজ ভাষায় তৈরী করা ভিডিও টি দেখে নিন।
ভিডিও টি দেখুন এখান থেকে।
খুব সহজে আপনারা ভিডিওটির মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন এবং সোশাল মিডিয়াতে লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। তাহলে আর দেরি করছেন কেন দ্রুত দেখে নিন।

0 comments:

Proudly Powered by Blogger.