2016 @ Fapor-Buzz. Powered by Blogger.

Paling Dilihat

Friday, April 22, 2016

সব ধরনের সোশাল সাইটের জন্য নিয়ে নিন লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার ইত্যাদি! ১০০% কার্যকারী উপায়ে।

by Unknown  |  at  3:58:00 AM

fb_img_1444253357331
আচ্ছালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি বর্তমানে কিন্তু আপনাদের এই টিইন এর মাধ্যমে একটু সুখি করতে পারলে আরো ভালো থাকবো।
যাই হোক এবার কাজের কথায় আসা যাক।
আমি আজ আপনাদের যে পদ্ধতির মাধ্যমে লাইক,কমেন্ট,শেয়ার,ফলোয়ার দিতে যাচ্ছি সেটা আসলে বিনিময় মাধ্যম।
আপনি সবরকম Browser দিয়ে করতে পারবেন তবে Mozila হলে ভালো হয়। অথবা ফোনের Home Browser.
আসুন শুরু করি প্রথমে এখানে ক্লিক লিংকে যান এবং নিচের ছবির মতো Register বাটনে ক্লিক করুন
picsart_02-22-11-20-34
ক্লিক করার পর নিচের মতো একটা ছবি দেখবেন। এখানে, ১ম ঘরে আপনার পছন্দমতো একটা ইউজার নেম দিন। ২য় ও ৩য় ঘরে একই Password দিন। ৪র্থ ও ৫ম ঘরে একই জিমেইল আইডি দিন। তারপর I agree to terms and conditions এর পাশে টিক চিহ্ন (√) দিন। তার পর নিচের বক্সে যা লেখা আছে সেই অক্ষরগুলো তার নিচে খালি বক্সে দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
picsart_02-22-11-22-33
সাবমিট বাটনে ক্লিক করলে Log in পেজ আসবে নিচের ছবির মতো। এখানে Username & password দেওয়ার পর নিচের বক্সে যা লেখা আছে সে অক্ষরগুলো তার নিচে খালি বক্সে বসিয়ে Submit দিন
picsart_02-22-11-33-17
আপনার Log in Successful আসবে নিচের চিত্রের মতো।
picsart_02-22-11-33-41
তারপর নিচের চিত্রের মতো একটা ছবি আসবে যদি না আসে তবে হলুদ চিহ্নিত জায়গায় ক্লিক করুন। তারপর নিচের মতো আসবে।
picsart_02-22-11-24-50
আসার পর এখানে Add and manage page অপশনে ক্লিক করুন। এখন আমরা আমাদের যে কাজটা দরকার সেই টা এখানে যোগ করবো। আমি আজকে Facebook Subscribe নিয়ে কাজ করোব। মানে হলো Facebook Follower বাড়াবো আমরা।
picsart_02-22-11-25-47
ক্লিক করার পর নিচের মতো আসবে দেখুন ওখানে অনেক অপশন পাবেন। দেখুন অনেক কিছু আছে। এবার আপনি লাল চিহ্নিত করা মানে Facebook subscribe বাটনে ক্লিক করুন।
ssnssnns
নিচের মতো আসবে। মানে আমরা যেখানে আমাদের প্রোফাইল যুক্ত করবো সেই জায়গা এটা। দেখুন কি কি করতে হবে। ১, ২, ৩ কাজটি ভালো ভাবে করুন। মনে রাখবেন ১ নং টা এমন হবে http://www.facebook.com/iammanik.org
picsart_02-22-11-30-44
Add Url দেওয়ার পর নিচের মতো দেখতে পাবেন এটা হলো সঠিক ভাবে করেছেন এবং বর্তমান স্টাটাস দেখাবে। আবার হোম এ যান।
picsart_02-22-11-32-08
এবার নিচের ছবির মতো Social Media Exchange বাটনে ক্লিক করুন এবং Facebook Subscribe বাটনে ক্লিক করুন।
picsart_02-22-11-35-13
তারপর নিচের মতো আপনাকে কিছু লিংক দেবে দেখুন। আপনি প্রথম টার Follow বাটনে ক্লিক করুন।
picsart_02-22-11-39-12bdndnd
ক্লিক করার পর অটোমেটিক নতুন একটা ট্যাব ওপেন হবে সেখানে আপনি যাকে ফলো করার জন্য ক্লিক করেছেন তার প্রোফাইলে নিয়ে যাবে।
দেখুন যার Follow বাটনে ক্লিক করেছিলেন তার প্রোফাইলে চলে আসছে এখন দেখুন Follow বলে একটা অপশন আছে।
ক্লিক মেরে ফেলুন ওখানে মারার পর আপনি তাকে ফলো করতে সক্ষম হলেন। আপনার কাজ শেষ।
তারপর যে নতুন ট্যাব টি ওপেন হয়েছিল সেটি আপনি Close করে দিন। Close না করলে কিন্তু Points পাবেন না। Close করার পর দেখুন আপনার একাউন্টে পয়েন্ট যোগ হইছে। +৯ অথবা +৮ পয়েন্ট পেয়ে গেলেন। এভাবে ইচ্ছে মতো আবার পরবর্তি follow তে ক্লিক করুন আর পয়েন্ট আয় করুন। আর আপনি যে Facebook Subscribe যুক্ত করেছিলেন সেই লিংকে দেখুন Follower বেড়ে গেছে।
বিঃ দ্রঃ আপনাকে অবশ্যই ফেসবুকে Log in করা অবস্থায় কাজ করতে হবে। ধরুন আপনি যদি Twitter লাইক করে পয়েন্ট নিতে চান তবে অবশ্যই টুইটার লগ ইন রাখতে হবে। যদি ইউটিউব দিয়ে পয়েন্ট সংগ্রহ করতে চান তবে জিমেইল লগইন করা থাকতে হবে। মোট কথা যে জিনিস টা তে পয়েন্ট সংগ্রহ করতে চান সেই জিনিস টা আপনার ব্রাউজারে লগইন করা অবস্থায় থাকতে হবে।
ভিডিও টিউটোরিয়াল টি দেখতে পারেন
এতো সময় তো ফলোয়ার বাড়ানোর চেষ্টা করলেন আমাকে একটু ফলো করে আসুন

0 comments:

Proudly Powered by Blogger.