2016 @ Fapor-Buzz. Powered by Blogger.

Paling Dilihat

Saturday, April 23, 2016

যারা ব্লগিং করতে/শিখতে চান তাদের জন্য

by Unknown  |  at  12:41:00 AM

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই
আশাকরি ভালো আছেন
আল্লাহর রহমতে আমিও ভালো আছি
আসল কথায় আসা যাক
ব্লগিং কি তা আমরা কমবেশি সকলেই জানি
এও জানি যে ব্লগিং করে টাকা ইনকাম করা যায়।
কিন্তু পূর্নাঙ্গ গাইডলাইন নেই বা।
কোনো গাইড লাইন পাচ্ছেন না।
সামান্য শিখে কখন বড় কিছু করা যায় না।
আর ব্লগিং তো সোনার হরিন। যে ধের্য ধরে করতে পারে তার তো টাকার অভাব নেই
আর যে পরে না তার পরের তা দেখা ছাড়া কোন কাজ নেই।

নতুন করে শিখতে চাচ্ছি তারা অনেকেই আবার ২/১ দিন শিখে ধের্য হারিয়ে ফেলবে
পরে কাজ করতে মন চাইবে না।

যারা নতুন করে ব্লগিং শিখতে চচ্ছেন তাদের জন্য আমার এই টিউন
আমার কাছে ব্লগিং নিয়ে একটি বই আছে যেটি আপনাদের মাঝে শেয়ার করতে চাই।
যেটা নিজের কাছে রেখে দিলে কাজে দিবে।

সবতো লিখে টিউনমেন্ট করা সম্ভব না।
তাই যারা নতুন করে ব্লগিং শিখতে চাচ্ছেন বা ব্লগিং করছেন তারা বইটি সংগ্রহে রাখতে পারেন।
বইটি আমিও অনলইনে পেয়েছি। তাই আপনাদের কাছে শেয়ার করলাম।
বইটিতে মোট ১৩০টি পৃষ্টা আছে।
এবং পার্ট পার্ট সুন্দর ভাবে আলোচনা করা আছে।
বইটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

ভালো লাগলে বইটি অবশ্যই পড়বেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
অনলাইনের আয়ের টিপস এবং টিউটোরিয়াল পেতে আমার ব্লগে ভিজিট করতে পারেন

0 comments:

Proudly Powered by Blogger.