2016 @ Fapor-Buzz. Powered by Blogger.

Paling Dilihat

Wednesday, September 7, 2016

Romantic Funny video by salman muqtadir | sabina nur |(bangla natok)

by Jubyed Khan  |  at  11:53:00 PM

Wednesday, June 15, 2016

প্রতিদিন ১ টাকায় ৮০-৯০এমবি যতখুশি ততোবার।

by Unknown  |  at  2:53:00 AM
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই, আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যাতে ভালো থাকেন সেই কামনা করে আজকের টিউন লেখা শুরু করছি। আজ আমি আপনাদের দেখাব কিভাবে জিপি সিমে ১ টাকায় ৮০-৯০ এমবি নিবেন। খুব সহজ একটি টিকস। প্রতিদিন ১ টাকায় ৮০-৯০ এমবি নিতে পারবেন। আমার কাছে মনে হয় ২ টাকায় ৪ এমবি নেয়ার চেয়ে  ১ টাকায় ৮০-৯০ এমবি নেয়া অনেক ভালো এইভাবে লিখে হয়তো আমি আপনাদের পুরোপুরি বুঝাতে পারব না সেই জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও দিলাম। আশা করি ভিডিও টি দেখে  আপনারা সহজেই  বুঝতে পারবেন
ভিডিও টি  ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন

ভিডিও টি দেখার জন্য এই খানে  ক্লিক করুন

                                              ভিডিও টি

দয়া করে সকলেই আমার চ্যানেলটি সাবস্কাইব করে রাখবেন। পরবর্তীতে আর ভালো টিপস দিব,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই, আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যাতে ভালো থাকেন সেই কামনা করে আজকের টিউন লেখা শুরু করছি। আজ আমি আপনাদের দেখাব কিভাবে জিপি সিমে ১ টাকায় ৮০-৯০ এমবি নিবেন। খুব সহজ একটি টিকস।প্রতিদিন ১ টাকায় ৮০-৯০ এমবি নিতে পারবেন। আমার কাছে মনে হয় ২ টাকায় ৪ এমবি নেয়ার চেয়ে  ১ টাকায় ৮০-৯০ এমবি নেয়া অনেক ভালো এইভাবে লিখে হয়তো আমি আপনাদের পুরোপুরি বুঝাতে পারব না সেই জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও দিলাম। আশা করি ভিডিও টি দেখে  আপনারা সহজেই  বুঝতে পারবেন

Saturday, April 23, 2016

খুঁজে নিন আপনার কীওয়ার্ড রিলেটেড ওয়েবসাইট

by Unknown  |  at  10:31:00 AM
White Hat SEO করার জন্য সমজাতীয় সাইটে ব্যাকলিংক তৈরি করার দরকার হয়।  সাধারণভাবে ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, গেস্ট ব্লগিং, কিংবা ডিরেক্টরী সাবমিশনের মাধ্যমে ব্যকলিংক তৈরি করে থাকি। এসব সাইটগুলোতে ব্যাকলিংক তৈরি করার জন্য কিভাবে আপনার কীওয়ার্ড সম্পর্কিত সাইট খুজে বের করবেন, সেটা এখানে দেখানোর চেষ্টা করছি।
ধরি আমাদের কী-ওয়ার্ড- টিউটোরিয়াল

ব্লগকমেন্টিং

  •  “টিউটোরিয়াল” site:.gov inurl:blog “post a comment”
    “টিউটোরিয়াল” site:.edu inurl:blog “post a comment”
    “টিউটোরিয়াল” “This blog uses premium CommentLuv”
    “টিউটোরিয়াল” “Notify me of follow-up comments?”
    “টিউটোরিয়াল” “add to this list” site:squidoo.com

গেস্ট ব্লগিং

“টিউটোরিয়াল” guest writer
“টিউটোরিয়াল” guest blog post writer
“টিউটোরিয়াল” submit content
“টিউটোরিয়াল” submit article
“টিউটোরিয়াল” submit post
“টিউটোরিয়াল” submit blog post
“টিউটোরিয়াল” add article
“টিউটোরিয়াল” add blog post
“টিউটোরিয়াল” add content
“টিউটোরিয়াল” guest blogger wanted

ডিরেক্টরী সাবমিশন

“টিউটোরিয়াল” directory
“টিউটোরিয়াল” * directory
“টিউটোরিয়াল * “aquarium”
intitle:directory “টিউটোরিয়াল”
inurl:directory “টিউটোরিয়াল”
“list of “টিউটোরিয়াল” sites”
“list * “টিউটোরিয়াল” sites”
“list * “টিউটোরিয়াল” * sites”
“recommended links” “টিউটোরিয়াল”
“recommended sites” টিউটোরিয়াল”
“favorite links” টিউটোরিয়াল”
“favorite sites” টিউটোরিয়াল”
ফোরাম পোস্টিং
“টিউটোরিয়াল” forum
“টিউটোরিয়াল forum”
intitle:” টিউটোরিয়াল” forum
inurl:” টিউটোরিয়াল” forum

এফিলিয়েট মার্কেটিং কেস স্টাডি (যেভাবে সফল হবেন)

by Unknown  |  at  7:35:00 AM
পোস্ট টা লেখার আগে অনেকক্ষণ সময় নষ্ট করলাম আমি টাইটেল টা কি দেবো তা নিয়ে। পোস্ট টার জন্য আসলে কি টাইটেল দেয়া দরকার বুঝতে পারছি না। এটা একটা কেস স্টাডি আসলে যেখানে আমি কিছুদিন আগে একটা এফিলিয়েট নিশ সাইট কিভাবে র‍্যাঙ্কিং এ প্রথম পেজ আনলাম তা বলতে চাই আবার এটা একটা এফিলিয়েট মার্কেটিং গাইডলাইন ও। কারণ এটা একটা বিশাল আর্টিকেল যেখানে আমাজন এফিলিয়েট মার্কেটিং কি থেকে শুরু করে সবকিছুই বলতে চাই আমি। যাই হোক, আসুন শুরু করা যাক। সময় নিয়ে বসলে ভাল করবেন কারণ এটা একটা অনেক বড় আর্টিকেল হতে যাচ্ছে।

আমাজন এফিলিয়েট মার্কেটিং কি?

এফিলিয়েট মার্কেটিং সবচেয়ে জনপ্রিয় প্যাসিভ ইনকাম মাধ্যম। এবং এফিলিয়েট মার্কেটিং কি এটা বোঝার জন্য আপনার প্রথমে বুঝতে হবে প্যাসিভ ইনকাম কি। প্যাসিভ ইনকাম মানে হল আপনি একটি প্রোসেস সেটাপ করবেন যেটার কারণে একসময় আপনি যখন কাজ করবেন না বা কম কাজ করবেন তখনও আপনার আয় হতে থাকবে। যেমন ধরুন পেনশন একটা প্যাসিভ ইনকাম কারণ আপনার কাজ করতে হচ্ছে না কিন্তু আপনি টাকা পাচ্ছেন। চাকরি কিন্তু প্যাসিভ ইনকাম না কারণ চাকরি তে আপনি কাজ করছেন এবং সে হিসেবে টাকা পাচ্ছেন। এটা হল এক্টিভ ইনকাম। তো যাই হোক, আমরা কথা বলছি আমাজন নিয়ে এফিলিয়েট মার্কেটিং বা আমাজন এফিলিয়েট মার্কেটিং নিয়ে। এটা কি জিনিস?
আমাদের মটিভেশনাল পডকাস্টে এ বিষয়ে বিস্তারিত আছে। তাই বোরিং লেখা পড়ার থেকে চলুন পডকাস্ট টা শুনে ফেলি। এটা একটা এক ঘন্টা ২০ মিনিটের পডকাস্ট। পুরো টা শুনলে আশা করি আপনার আমাজন এফিলিয়েট মার্কেটিং কি, কেন বা কিভাবে করে। চলুন আগে শুনে ফেলি পডকাস্ট টা।
আচ্ছা, তো এখন আপনারা বুঝে ফেলেছেন আমাজন এফিলিয়েট মার্কেটিং কি, কেন বা কিভাবে আগাবো আমরা এফিলিয়েট মার্কেটিং নিয়ে। এবার আমরা কেস স্টাডি টায় চলে যাই চলুন।

মিশন এপ্রিল, ২০১৬ কেস স্টাডি

তো গত ডিসেম্বর আমি ঠিক করি, একটা সাইট বানাবো যেটাকে এপ্রিল এর মধ্যে গুগলের প্রথম পেজ এ নিয়ে আসার জন্য কাজ করবো। সাইটের নাম ছাড়া আমি সবকিছুই রিভিল করছি এখানে। আশা করি এ থেকে আপনার বুঝতে সুবিধা হবে কিভাবে একটি সাইট নিয়ে আগাতে হয়।
সাইটের বিস্তারিত
  • ডোমেইন কেনা হয়ঃ ডিসেম্বর ২৩, ২০১৫ (নেমচিপ)
  • হোস্টিং কেনা হয়ঃ ডিসেম্বর ২৩, ২০১৫ (নেমচিপ)
  • থিমঃ সাহিফা
  • সাইটের মেইন কি-ওয়ার্ডঃ বেস্ট + প্রোডাক্ট
  • মেইন কি-ওয়ার্ডের মান্থলি সার্চ ইন ইউ এস এঃ ৬০০০
  • কিওয়ার্ড ডিফিকাল্টিঃ ৩৫
  • প্রোডাক্ট প্রাইজঃ ৭০-১০০ ডলার অন এভারেজ
নোটঃ
কিওয়ার্ড খুঁজে বের করা অনেকের জন্যই বিশাল সমস্যার কাজ। একটু আগে যে পডকাস্ট টা শুনলেন সেখানে কি-ওয়ার্ড রিসার্চের বিষয়ে বলা আছে তবে আমি পরে শুধু কি-ওয়ার্ড রিসার্চের জন্য একটি পডকাস্ট বানিয়েছিলাম। শুনে ফেলুন এখনই।

ডিসেম্বর এর কাজ

তো সাইট কেনা হল এই মাসের শেষের দিকে। সময় বেশি নেই। এখন সাইট র‍্যাঙ্ক করতে আগের থেকে অনেক বেশি সময় লাগে। সুতরাং কেনার পর থেকেই কাজ করা শুরু করে দিতে হল যেহেতু এপ্রিলের মধ্যে সাইট র‍্যাঙ্ক করানো টার্গেট আমাদের।
ডিসেম্বরের কাজ খুব সহজ। এখনই আমি এসইও বা অন্য কিছু নিয়ে কিছু ভাববো না। শুধুমাত্র কোয়ালিটি কনটেন্ট পাবলিশ করা হবে ডিসেম্বর এবং জানুয়ারি তে। কনটেন্ট পাবলিশের রুল আমার কাছে খুব সিম্পল। আমার কম্পিটিটর দের ওয়েবসাইট গুলো দেখি আমি। এবং চেষ্টা করি ওদের থেকে বড় এবং ওদের থেকে ভাল কনটেন্ট দেয়ার। কনটেন্ট এর জন্য আমি সবসময়ই InkWork এ অর্ডার দেই। সরাসরি InkWork ফেসবুক পেজ এ কথা বলে আলোচনা করে অর্ডার দেয়া টাই বুদ্ধিমানের কাজ।
তো যাই হোক, আমি একটা ৪০০০ ওয়ার্ড হোমপেজ আর্টিকেল এর অর্ডার দেই। এর সাথে প্রায় ১০,০০০ ওয়ার্ডের রিভিউ + Informative Article ও অর্ডার করি ডিসেম্বরের জন্য।
যখন InkWork আর্টিকেল রেডি করছে, এর মধ্যে আমি সাইটের প্লাগিন এবং ডিজাইন রেডি করে ফেলি। আমি সাইট খুব সাধারণ রাখতেই পছন্দ করি (একটা কারণ হতে পারে আমি বেশি জটিল সাইট বানাতে পারি না)। সাইটে কি কি প্লাগিন দিতে হবে সে বিষয়ে আল-আমিন ভাই এরমাস্ট হ্যাভ ওয়ার্ডপ্রেস প্লাগিন বিষয়ক আর্টিকেল টা দেখে নিতে পারেন।
একই সাথে সাইটের লোডিং স্পিড বাড়ানোর জন্য কাজ করি। সাইটের স্পিড র‍্যাঙ্কিং এ একদম সরাসরি প্রভাব ফেলে। সাহিফা থিম টাও অত সাধারণ না, একটু ভারি। এজন্য সাইটের লোডিং স্পিড কমাতে কিছু প্লাগিন ইউজ করতে হয়।
তো এই ছিল আমার ডিসেম্বরের কাজ। ডিসেম্বরের ২৬ তারিখ আমাকে আর্টিকেল গুলো ডেলিভারি দেয় InkWork. ডিসেম্বর মাসেই আপলোড করে দেই আমি আর্টিকেল গুলো।
ডিসেম্বরের খরচ
  • ডোমেইনঃ ১০ ডলার
  • হোস্টিংঃ আমার নেমচিপ থেকে আনলিমিটেড হোস্টিং নেয়া ছিল তাই ০ ডলার
  • থিমঃ ৫৯ ডলার
  • ৪০০০ ওয়ার্ডের হোমপেজ + ১০,০০০ ওয়ার্ডের রেগুলার আর্টিকেল ঃ ১৪০ ডলার
টোটালঃ ২০৯ ডলার বা ১৫,৬৭৫ টাকা
ডিসেম্বরের আয় 
০ টাকা

জানুয়ারি এর কাজ

ডিসেম্বরের শেষ দিকেই সাইটে অনেক কন্টেন্ট দিয়ে দেয়া হয়েছে। এজন্য জানুয়ারির শুরুতে কিছু করার আগেই আমার টিম সব সোশাল মিডিয়া তে সাইটের জন্য একাউন্ট এবং পেজ খুলে ফেলে। কোন সোশাল মিডিয়া বাদ দেয়ার কোন কারন নেই। সব কিছুতেই একাউন্ট, পেজ বা প্রোফাইল খুলে অডিয়েন্স এর সাথে ইন্ট্যারেকশনের চেষ্টা করে যেতে হবে। যেসব সোশাল মিডিয়া বেশি এফেকটিভঃ
  • ফেসবুক
  • টুইটার
  • পিন্টারেস্ট
  • লিঙ্কডইন
  • গুগল প্লাস
  • রেড্ডিট
এছাড়াও চেষ্টা করা উচিত যত বেশি সোশাল মিডিয়া তে নিজের সাইট ভিজিবল করা যায়। আমার একটা ছোট এসইও টিম আছে যারা এই কাজ গুলো করে থাকে তবে নিজে করা কোন কঠিন বিষয় না। আপনি খুব সহজেই করতে পারবেন।
এর পরের কাজ হল সাইটে আরো আর্টিকেল দেয়া। প্রায় প্রতি ২ দিনে একটি করে আর্টিকেল দিচ্ছি আমি জানুয়ারি তে। প্রতিটি আর্টিকেল ই ১০০০ ওয়ার্ডের বেশি রাখার চেষ্টা করছি। জানুয়ারি তে শুধু সোশাল শেয়ার এবং সোশাল ইন্টারেকশন ছাড়া অন্য কোন টাইপ এসইও করা হবে না।
জানুয়ারির খরচ
  • ১৫ হাজার ওয়ার্ডের আর্টিকেল ঃ ১৫০ ডলার বা ১১২৫০ টাকা
জানুয়ারির আয়
০ টাকা

ফেব্রুয়ারি এর কাজ

বইমেলা শুরু হয়ে গেছে। আমি অনেক বেশি বই এর পোকা টাইপ এবং বইমেলার ও পোকা টাইপ বলা যায়। আমি অনেকবার বইমেলা যাই এবং ফেব্রুয়ারি পুরোটাই কাটে বই পড়ে। তাই এই মাসে কতটুকু কাজ করতে পারবো শিওর ছিলাম না। তবে এই মাস খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মাসে আমাদের এসইও শুরু করার কথা।
এসইও এর সাথে সাথে কিন্তু আমাদের আর্টিকেল ও চলছে প্রতি ২ দিনে একটা করে। তবে এই মাসের মূল ফোকাস টা হল এসইও।
নোটঃ সাইটের বেশ কিছু কি-ওয়ার্ড কোন এসইও ছাড়াই প্রথম পেজ এ চলে এসেছে।
এসইও এর জন্য আমার সবচেয়ে পছন্দের কাজ ইমেইল আউটরেচ। ইমেইল আউটরেচ এর মাধ্যমে আপনার সাইট শুধু র‍্যাঙ্কিং এই আগাবে না, একই ইন্ডাস্ট্রির আরো যাদের ওয়েবসাইট আছে তাদের সাথে আপনি যোগাযোগ করছেন, তাদের সাথে একটি সম্পর্ক হচ্ছে যা পরে অনেক বেশি কাজে আসবে।
ইমেইল আউটরেচ এর জন্য আমি খুব সাধারণ একটা পদ্ধতি ব্যবহার করি। স্টেপগুলো এরকমঃ
  • প্রথমে যেসব সাইট থেকে আমি লিঙ্ক পেতে পারি এরকম ৩০ টা সাইটের লিস্ট বানাই
  • ৩০ টা সাইটেই ইমেইল করি জিজ্ঞাসা করে যে ওরা গেস্ট পোস্ট এক্সেপ্ট করে কি না
  • যারা রিপ্লাই দেয় তাদের আলাদা করে মেইল করে করে একটা করে গেস্ট পোস্ট পাবলিশ করি তাদের সাইটে
  • যারা রিপ্লাই দেয় না তাদের ফেসবুক পেজ এবং সাইট ওনারের ফেসবুক প্রোফাইল খুঁজে বের করে এড করি
  • ফেসবুক পেজ ইনবক্স অথবা ওনার কে ফ্রেন্ড রিকয়েস্ট পাঠিয়ে রিলেশন বিল্ডিং এর চেষ্টা করি
  • এবং তাদের কাছ থেকেও গেস্ট পোস্ট পাবলিশ এর পারমিশন চাই
অবশ্যই, সবাই রাজি হবে না এবং সবার রাজি হবার দরকার ও নেই। আপনি ৩ ধাপে ৩০ টা করে টোটাল ৯০ টা সাইটে যোগাযোগের চেষ্টা করুন। আশা করা যায় ১৫ টা সাইট আপনাকে রিপ্লাই করবে। তাদের সাথে একটা বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করুন। প্রথমেই আপনার লিঙ্ক লাগবে বলবেন না। প্রয়োজন হলে আপনি প্রথম আর্টিকেল টা কোন ব্যাকলিঙ্ক ছাড়াই লিখে দিন। দেখবেন আস্তে আস্তে আপনার ই সুবিধা হবে লং রান এ।
যাই হোক, এছাড়া রেগুলার এসইও ও করা হচ্ছে এই মাসে। এসইও এর জন্য এই গাইড ২টি ফলো করা হচ্ছে মূলত।
ফেব্রুয়ারির খরচ
  • ১৫ হাজার ওয়ার্ডের আর্টিকেল ঃ ১৫০ ডলার বা ১১২৫০ টাকা
  • একটা ইনফোগ্রাফিঃ ২০ ডলার বা ১৫০০ টাকা
সাইট পজিশন
ফেব্রুয়ারি তে সাইটে প্রথম আয় হয়। এর আগ পর্যন্ত সাইটের কোন ইনকাম ছিল না। যদিও আমাদের মেইন কিওয়ার্ড এখনো ৫ম পেজ এ আছে গুগলে, তবে অন্য কিছু ভাল কিওয়ার্ড ২য় পেজ এ চলে এসেছে। এগুলো থেকেই কিছু আয় এসেছে। যদিও আয় এবং র‍্যাঙ্কিং গুলো আমি আমার গ্রুপে শেয়ার করি, তবে প্রথম মাসের আয় টা এখানে দেয়া যায়।
Capture

সাইটের আয় ফেব্রুয়ারি তেঃ ২১ ডলার ৩১ সেন্ট বা ১৬০০ টাকা।

মার্চ এর কাজ

তিন মাসের মধ্যে মার্চ আসলে সবচেয়ে সহজ হতে যাচ্ছে। মূল কারণ হল আমাদের এখন একটা ফিক্সড সিস্টেম আছে যেভাবে আমরা কাজ করছি। এই মাসে আসলে তেমন কিছু করার নেই। এই কাজগুলো রেগুলার করা হচ্ছে শুধুঃ
  • ফেব্রুয়ারির মত করেই এসইও
  • ফেব্রুয়ারির মত করে আর্টিকেল পাবলিশ করা হয়েছে প্রতি ২ দিনে একবার করে
  • র‍্যাঙ্কিং মনিটরিং
  • সোশাল শেয়ারিং
আপডেটঃ মার্চ মাসেই সাইট র‍্যাঙ্কিং এ চলে এসেছে সাইটের মেইন কিওয়ার্ডের জন্য।
ranking
মার্চের খরচ
  • ১৫ হাজার ওয়ার্ডের আর্টিকেল ঃ ১৫০ ডলার বা ১১২৫০ টাকা
মার্চের আয়
১১৮ ডলার বা  ৮৮৫০ টাকা।
নোটঃ ইনকাম আপডেট টা মার্চের প্রথম সপ্তাহের। এ মাসে এই সাইট থেকে আশা করছি ৫০০ ডলারের বেশি আয় হবে। হয়তো এই পোস্টে জানিয়ে দেবো আমি মাস শেষে। সবাইকে কেস স্টাডি টা পড়ার জন্য ধন্যবাদ। যেকোন প্রশ্নের জন্য ফেসবুক যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে কিভাবে মাউস এবং কীবোর্ড হিসাবে ব্যবহার করবেন।

by Unknown  |  at  12:59:00 AM
"আসসালামু আলাইকুম"  আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে। টেকটিউনস কে ধন্যবাদ আমাকে আবারো টিউন করার সুযোগ দেওয়ার জন্য। কোন ভুল হলে ক্ষমা করবেন। আমার টিউন শুরু করছি।

আজকাল আমরা সবাই অ্যান্ড্রয়েড স্মার্টফোন মোবাইল ব্যবহার করে থাকি। শুধু তাই নয় আমাদের অনেকের বাসায় কম্পিউটার/ ল্যাপটপ  আছে কিন্তু মাউস বা কীবোর্ড সমস্যা থাকে তাদের জন্য এই টিউন। ধাপ গুলো অনুসরণ করুন ও শর্ত গুলো পরে নিন।
১# প্রথমে আপনি গুগল প্লে-ষ্টোর থেকে একটা ইন্টেল রিমোট কীবোর্ড ইন্সটল করে নিবেন।

২# এরপর আপনার কম্পিউটার/ ল্যাপটপ ইন্টেল রিমোট কীবোর্ড হোস্ট  ডাউনলোড করে ইন্সটল  করে নিন।
(আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম কনফিগারেশন উপর নির্ভর করে ৩২ বিট বা ৬৪ বিট দেখে নিন। যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করুন ও ইন্সটল করুন। আপনি যদি আপনার কম্পিউটার কনফিগারেশন না জানেন তাহলে মাই কম্পিউটার থেকে প্রোপার্টিস ক্লিক করে দেখে নিন।)
৩# আপনার কম্পিউটার/ল্যাপটপ একই ওয়াইফাই আওতায় হতে হবে। এবং ইন্টেলের প্রসেসর হতে হবে  নয়ত হবে না।
৪# কম্পিউটারে/ ল্যাপটপে ইন্সটল করার সময় কোন পরিবর্তন করার দরকার নাই। শুধু নেক্সট করে গেলে হবে আর আপনি যদি এক্সপার্ট হন তাহলে তো কোন কিছু বলার নাই।
৫# সব ঠিকঠাক ইন্সটল করা থাকলে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ রান করেন দেখবেন আপনার কম্পিউটার নাম চলে আসছে। শুধু আপরার কম্পিউটার নাম না যে সব কম্পিউটারে ইন্টেল রিমোট কীবোর্ড হোস্ট ইন্সটল করা থাকবে একই নেটওয়ার্ক সব গুলো নাম দেখতে পাবেন।
৬#এবার আপনার কম্পিউটার নাম সিলেক্ট করুন। সংযোগ হতে সময় দিন সংযোগ (Connection)  হলে আপনার কম্পিউটার একটা বারকোড ছবি আসবে এবং আপনার মোবাইল ফোন ক্যামেরা অটো রান হবে শুধু মোবাইলটা কম্পিউটারের ছবির উপর রাখুন। সঙ্গে সঙ্গে সংযোগ হয়ে যাবে।
৭# এবার মজা করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন কে ব্যবহার করুন মাউস এবং কীবোর্ড হিসাবে।
আমি একজন সাধারন টিউনার ভুল হলে ক্ষমা করবেন। ভাল লাগলে টিউমেন্ট করবেন। সময়ের অভাবে টিউন করতে পারিনা। নতুন নতুন অনেক টিপস আছে যা পরবর্তীতে শেয়ার করে চমকে দিব। আমাকে প্রিয়তে রাখতে পারেন। উপরে বিষয়ে বুজতে সমস্যা হলে অবশ্যই টিউন করবেন।
উপরের সফটওয়্যার গুলো সরাসরি ডাউনলোড করতে এই লিঙ্ক যেতে পারেন। অথবা বাংলা বুজতে অনেকের কষ্ট হয় তাদের জন্য আমার ব্লগ থেকে ইংরেজি পড়তে পারেন।

এবার জিপি সিমে নিয়ে নিন ২জিবি ইন্টারনেট ডাটা মাএ ২৪টাকায়, সময় কম, তারাতারি

by Unknown  |  at  12:57:00 AM
আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল।লাগবে টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য। কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া। আমার টিউন শুরু করছি
জিপি সিমে নিয়ে নিন ২জিবি ইন্টারনেট
ডাটা মাএ ২০টাকায়, সময় কম, তারাতারি। এবার গ্রামীণফোন দিচ্ছে পুরো ২ জিবি ইন্টারনেট মাত্র ২০ টাকায়। অফারটি পেতে ডায়াল *5000*76# যার মেয়াদ ৭ দিন। শর্তাবলীঃ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে। মেয়াদ ৭ দিন; অফারটি ব্যবহার করা যাবে 12 AM – 10 AM মূল্যে ভ্যাট, সম্পূরক শুল্ক, সারর্চাজ প্রযোজ্য মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা
ভলিউম শেষ হলে, টাকা ০.০১/১০KB হারে
চার্জ প্রযোজ্য হবে (সর্বোচ্চ ২০০ টাকা
পর্যন্ত) ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *121*1*2# অটো রিনিউয়াল ফিচার প্রযোজ্য নয় আশা করছি টিউনটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সামনে আর নতুন নতুন টিউন নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল।লাগবে টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য। কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া। আমার টিউন শুরু করছি
জিপি সিমে নিয়ে নিন ২জিবি ইন্টারনেট
ডাটা মাএ ২০টাকায়, সময় কম, তারাতারি। এবার গ্রামীণফোন দিচ্ছে পুরো ২ জিবি ইন্টারনেট মাত্র ২০ টাকায়। অফারটি পেতে ডায়াল *5000*76# যার মেয়াদ ৭ দিন। শর্তাবলীঃ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে। মেয়াদ ৭ দিন; অফারটি ব্যবহার করা যাবে 12 AM – 10 AM মূল্যে ভ্যাট, সম্পূরক শুল্ক, সারর্চাজ প্রযোজ্য মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা
ভলিউম শেষ হলে, টাকা ০.০১/১০KB হারে
চার্জ প্রযোজ্য হবে (সর্বোচ্চ ২০০ টাকা
পর্যন্ত) ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *121*1*2# অটো রিনিউয়াল ফিচার প্রযোজ্য নয় আশা করছি টিউনটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সামনে আর নতুন নতুন টিউন নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

গুরুত্বপূর্ণ কিন্ত্ত ভীতিকর কিছু নতুন প্রযুক্তি

by Unknown  |  at  12:51:00 AM
সর্বাধুনিক প্রযুক্তি গুলো আমাদের জীবনকে করেছে সহজ যা আমাদের একটি নতুন সুন্দর পৃথিবীর আশা দিচ্ছে । এই নতুন প্রযুক্তি গুলো জটিল অসুখ এর নিরাময় থেকে শুরু করে পরিবেশগত ভারসাম্য রক্ষায় যেমন গুরুত্বপুর্ণ অবদান রাখছে তেমনই আবার এই প্রযুক্তি গুলোর যথেচ্ছো ব্যবহার আমাদের জন্য ডেকে আনছে মহাবিপদ । যেমন এই প্রযুক্তি গুলো ব্যবহার করে সন্ত্রাসীরা তাদের কার্যক্রমের পরিধি এবং ভয়াবহতা বাড়িয়েছে বহুগুনে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ব্যহত হচ্ছে। এমনকি এই গুলোর মাধ্যমে নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে এবং পরিবেশের ক্ষতি করছে নিরবে, আমাদের অগোচরে । আমরা জানি সব কিছুরই ক্রিয়া - পার্শ্বপ্রতিক্রিয়া আছে এবং প্রযুক্তির ক্ষেত্রে এটা আরো বেশি প্রযোজ্য । এমনই কিছু প্রযুক্তি হচ্ছে --
নেনোটেক : নেনোটেকনোলোজি হচ্ছে সম্ভাব্য সর্বকালের সবচেয়ে গুরুত্বপুর্ণ প্রযুক্তি। যার মাধ্যমে অসুখ নিরাময় থেকে শুরু বিশ্ব
danger02.jpgnanogear.gifrepair_blood_cell.jpg
পরিবেশের সকল রকম অসামজস্যতা দূর করা থেকে শুরু করে, আমাদের প্রাত্যহিক জীবনের অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে যেমন পরিবেশ দূষন কমানো, কম খরচে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ইত্যাদি। আবার অন্যদিকে প্রায় অনেক নেনোটেকনোলোজিই আমাদের কাছে অপরিচিত, যার ফলে এর অপব্যবহার করে পরিবেশ তথা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি । উদাহরন স্বরূপ বলা যায়, নিউক্লিয়ার আবিস্কার করা হয়েছিল সস্তা শক্তির উৎস হিসাবে কিন্ত্ত এর মাধ্যমে তৈরি হয়েছে সবচেয়ে সাংঘাতিক সর্ব বিনাশী অস্ত্র । তেমনই নেনোটেকনোলোজীর মাধ্যমে এরচেয়েও ভয়াবহ অস্ত্র তৈরী সম্ভব।
RFID : ১৯৮০ সাল থেকে বারকোড হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিসটেমের মেরুদন্ড । কিছুদিন আগে সরকার এবং করপোরেট সংস্থা গুলো নতুন প্রযুক্তির সুচনা করেছে যা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিসটেমকে করেছে সহজতর এবং গতিশীল , যা খরচের দিক থেকেও অনেক সস্তা । এই প্রযুক্তিকেই বলা হয় ‍‍‍‌‌‌"রেডিও ফ্রিকোয়েন্সী আইডেন্টিফিকেশন" প্রযুক্তি।
danger03.jpg rfid4tags2.jpg
এখন প্রশ্ন হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি কিভাবে বিপদজনক হতে পারে ? পারে, যেমন কেউ যদি 'সাপ্লাই' কে মানুষ এবং 'ম্যানেজমেন্ট' কে ট্রেক চিন্তা করে মানুষটি কোথায় যায় কি করে ট্রেক করা শুরু করে তাহলে কি হবে ? মানুষের ব্যক্তিস্বাধীনতা বলে তো কিছু থাকবে না ।
আর্টিফিশিয়াল ইন্টিলিজেনস্: জসোয়া থেকে শুরু করে স্কাইনেট হয়ে ম্যাট্রিক্স, হলিউড আমাদের একটা বিষয়ই শিক্ষা দেয় যে, মানবজাতির অধ্যায় শেষ হওয়ার কারন হবে এই আর্টিফিশিয়াল ইন্টিলিজেনস্ এবং এটিই ঠিক করবে কখন সেই সময় আসবে ।
danger04.jpg 12crackpotideas11.jpg
এই প্রযুক্তির ভয়াবহতা বোঝার জন্য এত দূরে যাওয়ার দরকার নাই, যখন এই প্রযুক্তি কাজ শুরু করবে তখন বোঝাই যাচ্ছে মানুষ এটিকে এমন সব জায়গায় ব্যবহার করবে যেখানে সবচেয়ে নিরাপদ হল মানুষের বিচারবুদ্ধি ও চিন্তাতেই সীমাবদ্ধ থাকা ।
মোবাইল পেমেন্ট : মোবাইল ফোনের মাধ্যমেই যদি সব রকম বিল পরিশোধ করা যায় বা প্রয়োজনীয় জিনিষপত্র কেনা যায় তাহলে কে যায় আর কষ্ট করে বাজারে বা লম্বা লাইন দিয়ে বিল পরিশোধ করতে ? জীবনটা হয়ে যাবে কত সহজ ।
danger05.jpg mobile.jpg
কিন্ত্ত যেখানে বিল বা পেমেন্টের ব্যপার সেখানকার নিরাপত্তা ব্যবস্থা যদি দুর্বল হয় তবে কি হবে? যেখানে বিশ্বের সব নামি দামি হ্যাকাররা ওত পেতে আছে হ্যাক করার জন্য । সব হারিয়ে জীবনতো তখন সহজ না হয়ে হবে দুর্বিসহ ।
ওয়েব ওএস: যদি বলা হয় বছর ধরে কোন দুঃস্বপ্ন দেখে মাইক্রোসফটের ঘুম ভাঙে, তাহলে অবশ্যই তা ওয়েব ভিত্তিক অপারেটিং সিসটেম । যেখানে বিজনেস আপ্লিকেশন থেকে শুরু করে গেমস্, ব্যাক্তিগত তথ্য সব কিছু ওয়েবে থাকবে, পিসি অপারেটিং সিসটেম, আপ্লিকেশন বলতে কিছু থাকবে না ।
danger07.jpg wixi.jpg
ধারনাটা চমৎকার, কিন্ত্ত অসৎ লোকের ও অভাব নেই, তাদের কোন কার্যক্রমে যদি সব তথ্য মুছে যায় বা কোন সার্ভার ডাউন হয় তাহলে....
GPS : গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি টি হারিয়ে যাওয়া ড্রাইভার, হাইকার, বোটার দের জন্য একটি উপহার । শুধু তাই নয় এর মাধ্যমে ব্যাবসা বানিজ্য এমনকি সরকার ও উপকৃত হচ্ছে ।
danger081.jpgrealtime_diff_gps.jpg
আবার গ্লোবাল পজিশনিং সিস্টেমকে এমন সব পন্য এবং যানের সাথে সংযুক্ত করা হচ্ছে যা খুব সহজেই সন্ত্রাসীরা বা সরকার বিরোধীরা ব্যাবহার করতে পারবে এবং করছেও ।

যারা usb modem দিয়ে ইন্টারনেট চালান আর কতক্ষন পর পর কত মেগা খরচ হল দেখেন তাদের জন্য একটি সফটওয়্যার।

by Unknown  |  at  12:48:00 AM
গ্রামীনফোন বা অন্য মডেম (not tested) এর জন্য ।
উদ্দেশ্য *566*10#  ,  *222#  এর মত কমান্ড পাঠানো।
আর সবসময় মেগাবাইটের হিসাব রাখা ।

image
https://www.dropbox.com/sh/y63g9i3rjog3xuv/JkdExJjIu5/Modem%20Application.zip
আর চালানোর আগে মডেম এর আসল সফটওয়্যার টাস্কবার থেকে বন্ধ করতে হবে।
পারলে task manager থেকেও  বন্ধ করতে হবে।
আর প্রোগ্রামটা মাঝে মেঝে একাই বন্ধ হয়ে যায় (symbol of poor coding)।
এটা শুধু windows এ চলবে (windows 7,windows 8)
আর windows xp তে কমপক্ষে .net 2 framework install করা থাকতে হবে।

আবারও পিসিতে গ্রামীণ ফোন ফ্রি নেট চালান ।

by Unknown  |  at  12:47:00 AM
আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । গ্রামীণ ফোন ফ্রি ইন্টারনেট বন্ধ । তাই আমি আপনাদের সামনে হাজির হলাম ফ্রি ইন্টারনেট বিষয়ক একটি টিউন নিয়ে । শুরুতে বলে নিই এর চেয়ে ভাল আপাতত পারলাম না । আজ আমরা ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য সবার পরিচিত একটি সফটওয়্যার ব্যবহার করব , যার নাম - “Your Freedom ”। তো শুরু করা যাক -
১। প্রথমে এখান থেকে Your Freedom এ রেজিস্ট্রেশন করুন । রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার ইমেইল এ লগইন করে Your Freedom account  একটিভ করুন । বলে রাখা ভাল প্রতিটি account আপনি ২ ঘণ্টা ব্যবহার করতে পারবেন । তাই আপনার প্রয়োজন মত account খুলে নিবেন , প্রতিটি account এর জন্য একটি ইমেইল লাগবে । ২ ঘণ্টা হওয়ার পূর্বেই আপনাকে লগ আউট করতে হবে কারন আপনি যদি ২ ঘণ্টা লিমিট অতিক্রম করেন তাহলে কয়েক ঘণ্টার জন্য আপনার পিসিতে Your Freedom ব্যবহার করতে পারবেন না । অনেকটা PD PROXY- র ১০০  mb এর মত ।
২ । এবার Your Freedom ইন্সটল করার পালা । দুই নিয়মে আপনি Your Freedom ইন্সটল করতে পারেন । Windows full installer এবং Windows installer । Windows full installer ব্যবহারের জন্য java প্রয়োজন নেই কিন্তু Windows installer এ অবশ্যই java প্রয়োজন । আমরা Windows installer ব্যবহার করব কারন আমাদের ডাটা কানেকশন দুর্বল । Windows installer (Size: 2.07 MB) ডাউনলোড করে ইন্সটল দিন ।  java ইন্সটল দিয়ে নিন (যদি ইন্সটল না থাকে ) ।
৩। আপনার মডেমে APN- gpinternet  সেটিং করুন । এরপর মডেম কানেক্ট করুন ।
৪। Your Freedom ওপেন করুন । Configure এ ক্লিক করুন । এবার Proxy Settings এ ক্লিক করুন । Proxy Address দিন - 127.0.0.1   Port- 8000 , Proxy Type- HTTP/HTTPS .
৪। এবার Account Information এ ক্লিক করুন । আপনার Freedom account  এর Username , password দিন ।
৫। এবার Server connection এ যান । Connection mode  DNS  সিলেক্ট করুন । Wizard এ ক্লিক করুন ।
৬। Select Protocols এ HTTPS , HTTP , DNS সিলেক্ট করুন . Next এ ক্লিক করুন ।
৭। Looking for freedom server massage দেখাবে । কিছুক্ষণ অপেক্ষা করুন । অনেক গুলো server দেখাবে । আপনার পছন্দমত দেশের একটি server সিলেক্ট করুন । Next এ ক্লিক করুন ।
৮। এরপর Save and Exit এ ক্লিক করুন ।
৯। Ports থেকে Web proxy port – 8080  সিলেক্ট করুন ।
১০। Start connection এ ক্লিক করুন । মুহূর্তের মধ্যে এটি কানেক্ট হবে ।
১১। এবার Browser এ HTTP Proxy – 127.0.0.1  Port- 8080 দিন এবং use this proxy server for all protocols সিলেক্ট করুন ।
১২ ।  IDM এ HTTP Proxy – 127.0.0.1  Port- 8080 দিন এবং HTTPS  Proxy – 127.0.0.1  Port- 8080 দিন ।
কোন server স্লো মনে হলে আপনি অন্য server ব্যবহার করুন । আর মনে রাখবেন প্রতিটি server এ port- 53 এবং Protocol – DNS হবে । সিমে টাকা রাখবেন না , কেটে নিবে ।
ব্যস্ততার কারনে পোস্ট করতে দেরি হওয়ায় আমি দুঃখিত । ক্ষমা করবেন ।

নিয়ে নিন ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়ের বাংলা বই (pdf)। ১০০% কাজের বই।

by Unknown  |  at  12:45:00 AM
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। ইন্টারনেট এ শুধু ইংলিশ ইবুক এর ছড়াছড়ি। বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য। অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে। তাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর বই উপহার দিচ্ছে। আমার কাছে অনেক গুলো বাংলা বই রয়েছে। একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ইন্টারনেট এ শুধু ইংলিশ ইবুক এর ছড়াছড়ি। বাংলা তে ইবুক এর সংখ্যা অতি নগণ্য। অবশ্য এখন অনেক গুলো বাংলা ইবুক আস্তে আস্তে পাবলিশ হচ্ছে। তাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদেরকে এত সুন্দর সুন্দর বই উপহার দিচ্ছে। আমরা অনেকেই ফ্রীল্যাসিং করতে আগ্রহি। বাংলাদেশে Odesk এবং Freelanceer এর জনপ্রিয়তা বেশি। আমি নিজেও Odesk এ কাজ করি। আমি জানি সেখানে কাজ পাওয়া কতটা কঠিন। নতুন অনকেই ফ্রীল্যাসিং করতে আগ্রহি। তাদের জন্য নিয়ে এলাম ফ্রীল্যাসিং সম্পরকে ধারণা নেয়ার একটা বাংলা বই। এই বইটি পরে আপনি ফ্রীল্যাসিং সম্পরকে পুরনাঙ্গ ধারণা পাবেন। তো আর দেরি কেন আজিই ফ্রী ডাউনলোড করে নিন আর আপনার ফ্রীল্যাসিং এর যাত্রা শুরু করুন।
নিচের লিংক হতে ফ্রী ডাউনলোড করে নিন।
কম্পিউটার, MS OFFICE, ওয়েব ডেভেলপম্যান্ট শিখার দুর্লভ ও প্রয়োজনীয় কিছু বই। দেরি না করে এখনই বিনামূল্যে সংগ্রহ করে নিন। প্রতিটি বইই আপনার দরকার হবে
ব্যাংক জব, আইবিএ, আইবিএ-এমবিএ, এমবিএ ও জিআরই এর পরীক্ষার ম্যাথ (গণিত অংশের) এর জন্য গুরুত্বপূর্ণ দুইটি ই-বুক 

Proudly Powered by Blogger.